রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদু সেনা জোন (তেজস্বী বীর) দুর্গম এলাকার গরীব জনসাধারণক মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) জোন সদর দপ্তরে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় মাইনীমুখ ইউনিয়নের ইসলামাবাদ এলাকার একজন নবজাতক শিশুর চিকিৎসার জন্য তার স্বজন মো. সোহরাব মিয়াকে জোন নগদ তিন হাজার টাকা, ৪ নং ওয়ার্ড মালাদ্বীপ এলাকার শিক্ষার্থী মো. হৃদয়কে পড়ালেখার জন্য পাঁচ হাজার টাকা, বাগাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে শ্রী শ্রী জগন্নাথদেব মন্দিরে ফেব্রুয়ারি মাসে মহোৎসব উদযাপন উপলক্ষে মন্দির সভাপতি সঞ্জিত পালকে পাঁচ হাজার টাকা এবং লংগদু ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড়দম, এলাকার মিস সুমনা চাকমার উচ্চ শিক্ষার জন্য তার নানি অর্পিতা চাকমাকে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয় ৷
লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া উপস্থিত থেকে এ মানবিক সহায়তা তাদের হাতে তুলে দেন।
এসময় জোনের সেনা কর্মকর্তা মেজর আহমেদ ফারশাদ কবির উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা পেয়ে সকলেই আন্তরিকভাবে জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।