রাঙ্গামাটি; -রাঙ্গামাটির লংগদুতে একশ লিটার চোলাই মদসহ মাদক কার্বারী দুই নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) মদ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।
লংগদু থানা সূত্র জানায়, শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা রাতে উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের খাগড়াছড়ির বাজারের কাছেই ইসাহাক পাড়াতে অভিযান চালিয়ে একশ লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করে পুলিশ ।
জানা যায়, বিক্রির উদ্দেশ্যই পাহাড়ি মাদক কারবারিদের কাছ থেকে একশ লিটার দেশীয় চোলাই মদ কিনে মজুদ করেছিলো তারা। পুলিশের অভিযান টের পেয়ে অন্যান্য সদস্যরা সরে পরলেও মদের সাথে জড়িত দুই নারীকে আটক করে পুলিশ ।
লংগদু থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জালাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে এএসআই ইকবাল উদ্দিন ও এএসআই জোমায়েত হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দেশীয় একশ লিটার সোলাই মদ সহ তাদেরকে আটক করা হয়েছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন রশীদ বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টালারেন্স। লংগদুতে মাদক কারবারিদের তৎপরতা কমাতে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকসহ আটককৃত দুই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।রাঙ্গামাটিতে ১০০ লিটার মদসহ দুই নারী আটক