ডেস্ক রির্পোট:- পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা প্রায় আড়াই মাস আগে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। পদোন্নতি পেলেও তারাই এসপির দায়িত্ব পালন করে আসছেন। তবে তাদের অন্যত্র পদায়ন হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের এসপি সরকার আশরাফ হোসেন, কুষ্টিয়ার এসপি এএইচএম আবদুর রকিব, ডিএমপির ডিসি মোহাম্মদ আনিসুর রহমানসহ আরো অনেকে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান বলেন, তাদের পদোন্নতি যেহেতু হয়েছে, পদায়নও হবে।