কক্সবাজার:- কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে করিম উল্লাহ নামের এক রোহিঙ্গা নেতাকে (সাব-মাঝি) জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শামীম জানান, নিহত করিম উল্লাহ (৩০) ওই ক্যাম্পের এম/২৭ ব্লকের গণী মিয়ার ছেলে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি মো. শামীম হোসেন আরও জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত বা কেউ সরাসরি জড়িত কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন চৌধুরী জানান, চলতি মাসে ক্যাম্পে ৩টি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া ৩টি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটছে। চিরুনি অভিযান শুরু করা না গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
এ ঘটনার পরপরই ক্যাম্পে জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।