শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব নির্বাচন চান সম্পাদকরা রাজপথে পরিকল্পিত নৈরাজ্য,হাসিনার ষড়যন্ত্রে একের পর এক অস্থিরতার চেষ্টা প্রতিষ্ঠানের মালিকানা হারাচ্ছেন বড় গ্রুপের প্রভাবশালীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘুষের সিন্ডিকেট,বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সঙ্গে দেনদরবারেও জড়িত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ-সমাবেশ ডিসেম্বরে বাংলাদেশ-ভারত বৈঠকের প্রস্তুতি, হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সম্ভাবনা বিচারের পর আ.লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে-টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: জাগপা নেতা রহমত নতুন সিইসি নাসির উদ্দীনের নাম ছিল বিএনপির তালিকায় নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন

চট্টগ্রামে চার দলের চেয়ারম্যানসহ ৯৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৬৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম-২ আসনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ, চট্টগ্রাম-৮ আসনে বিএনএফ চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ এবং চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন জামানত হারিয়েছেন।

চট্টগ্রামের ১৬টি আসনে চারটি রাজনৈতিক দলের চেয়ারম্যানসহ ৯৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের ছেড়ে দেয়া আসনে জাতীয় পাটির এক নেতাও রয়েছেন। ভোটের ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

মোট কাস্ট হওয়া ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে কমিশনে জমা দেয়া জামানতের টাকা সংশ্লিষ্ট প্রার্থীর ফিরে পাওয়ার বিধান নেই। সে হিসাবে জামানতের এসব অর্থ চলে যাবে সরকারি কোষাগারে।

চট্টগ্রাম-২ আসনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ, চট্টগ্রাম-৮ আসনে বিএনএফ চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ এবং চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রাম-৮ আসনে জাতীয় পার্টির সোলায়মান শেঠের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।

ভোটে ফল বিশ্লেষণ করে জানা গেছে, চট্টগ্রাম-৫ আসনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান তৃণমূল বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন এবং চট্টগ্রাম-১০ ও ১১ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এছাড়াও চট্টগ্রাম-১ আসনে ৭ প্রার্থীর পাঁচজন, চট্টগ্রাম-২ আসনে ৯ জনের মধ্যে সাতজন, চট্টগ্রাম-৩ আসনে ৮ জনের মধ্যে ছয়জন ও চট্টগ্রাম-৪ আসন ৮ জনের মধ্যে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

চট্টগ্রাম-৫ আসনে ৮ জনের মধ্যে ছয়জন, চট্টগ্রাম-৬ আসনে ৫ জনের মধ্যে চারজন, চট্টগ্রাম-৭ আসনে ৬ জনের মধ্যে পাঁচজন, চট্টগ্রাম-৮ আসনে ১০ জনের মধ্যে আটজন ও চট্টগ্রাম-৯ আসনে ৭ জনের মধ্যে ছয়জন জামানত হারিয়েছেন।

অন্যদের মধ্যে চট্টগ্রাম-১০ আসন ১০ জনের মধ্যে আটজন, চট্টগ্রাম-১১ আসনে ৬ জনের মধ্যে পাঁচজন, চট্টগ্রাম-১২ আসনে ৯ জনের মধ্যে সাতজন, চট্টগ্রাম-১৩ আসনে ৭ জনের মধ্যে ছয়জন, চট্টগ্রাম-১৪ আসনে ৮ জনের মধ্যে ছয়জন, চট্টগ্রাম-১৫ আসনে ৭ জনের মধ্যে পাঁচজন ও চট্টগ্রাম-১৬ আসনে ৯ জনের মধ্যে সাতজন জামানত হারিয়েছেন। এই আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল হয়েছে।নিউজবাংলা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions