ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম-২ আসনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ, চট্টগ্রাম-৮ আসনে বিএনএফ চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ এবং চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন জামানত হারিয়েছেন।
চট্টগ্রামের ১৬টি আসনে চারটি রাজনৈতিক দলের চেয়ারম্যানসহ ৯৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের ছেড়ে দেয়া আসনে জাতীয় পাটির এক নেতাও রয়েছেন। ভোটের ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
মোট কাস্ট হওয়া ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে কমিশনে জমা দেয়া জামানতের টাকা সংশ্লিষ্ট প্রার্থীর ফিরে পাওয়ার বিধান নেই। সে হিসাবে জামানতের এসব অর্থ চলে যাবে সরকারি কোষাগারে।
চট্টগ্রাম-২ আসনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ, চট্টগ্রাম-৮ আসনে বিএনএফ চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ এবং চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এছাড়া চট্টগ্রাম-৮ আসনে জাতীয় পার্টির সোলায়মান শেঠের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।
ভোটে ফল বিশ্লেষণ করে জানা গেছে, চট্টগ্রাম-৫ আসনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান তৃণমূল বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন এবং চট্টগ্রাম-১০ ও ১১ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এছাড়াও চট্টগ্রাম-১ আসনে ৭ প্রার্থীর পাঁচজন, চট্টগ্রাম-২ আসনে ৯ জনের মধ্যে সাতজন, চট্টগ্রাম-৩ আসনে ৮ জনের মধ্যে ছয়জন ও চট্টগ্রাম-৪ আসন ৮ জনের মধ্যে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
চট্টগ্রাম-৫ আসনে ৮ জনের মধ্যে ছয়জন, চট্টগ্রাম-৬ আসনে ৫ জনের মধ্যে চারজন, চট্টগ্রাম-৭ আসনে ৬ জনের মধ্যে পাঁচজন, চট্টগ্রাম-৮ আসনে ১০ জনের মধ্যে আটজন ও চট্টগ্রাম-৯ আসনে ৭ জনের মধ্যে ছয়জন জামানত হারিয়েছেন।
অন্যদের মধ্যে চট্টগ্রাম-১০ আসন ১০ জনের মধ্যে আটজন, চট্টগ্রাম-১১ আসনে ৬ জনের মধ্যে পাঁচজন, চট্টগ্রাম-১২ আসনে ৯ জনের মধ্যে সাতজন, চট্টগ্রাম-১৩ আসনে ৭ জনের মধ্যে ছয়জন, চট্টগ্রাম-১৪ আসনে ৮ জনের মধ্যে ছয়জন, চট্টগ্রাম-১৫ আসনে ৭ জনের মধ্যে পাঁচজন ও চট্টগ্রাম-১৬ আসনে ৯ জনের মধ্যে সাতজন জামানত হারিয়েছেন। এই আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল হয়েছে।নিউজবাংলা