শিরোনাম
গণমাধ্যমকর্মীরা স্বাধীন ও স্বচ্ছ হতে হবে- ওয়াদুদ ভূইয়া আগামীকাল সংবর্ধিত হচ্ছে সাফজয়ী পাহাড়ের ৫নারী ফুটবলার যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে মামলা, বিদ্যুৎ চুক্তিতে সুবিধা পেতে পারে বাংলাদেশ সিইসি ও নির্বাচন কমিশনারদের শপথ রোববার দুর্নীতি প্রতিরোধে সাবেক লে. জেনারেল মতিউর রহমানের মত কর্মকর্তার প্রয়োজন,আ’লীগ সরকারের দুর্নীতিবাজদের রক্ষায় মরিয়া একাধিক চক্র গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না : প্রেস সচিব খাগড়াছড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটি’র সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সম্পাদক এইচ এম প্রফুল্ল ও সাংগঠনিক দিদারুল আলম নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা ৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে ড. ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে আরএসএফ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক নজরে কোন দলের কত প্রার্থী?

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়, টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। মোট ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে পরে ভোট হবে। ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য।

একনজরে দ্বাদশ সংসদ নির্বাচন: ২৯৯ আসনে ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। পুরুষ ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৯৭, নারী ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৮৮৯ ও হিজড়া ৮৪৮ জন। মোট ভোট কেন্দ্র ৪২ হাজার ২৪টি। ভোটকক্ষ ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি। ২৯৯ আসনে এবার নির্বাচনি লড়াইয়ে রয়েছেন ১ হাজার ৯৬৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১ হাজার ৫৩২ জন ২৮ দলের মনোনীত প্রার্থী; বাকি ৪৩৭ জন স্বতন্ত্র।
কোন দলের কত প্রার্থী: ২৮ দলের মধ্যে আওয়ামী লীগের (নৌকা) ২৬৫, জাতীয় পার্টির (লাঙল) ২৬৪, জাকের পার্টির (গোলাপ ফুল) ২১, তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) ১৩৫, ন্যাশনাল পিপলস পার্টির (আম) ১২২, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) ৯৬, জাসদের (মশাল) ৬৬, বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) ৭৯, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) ৬৩, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের (টেলিভিশন) ৪৫, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের (নোঙর) ৫৬, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা) ৩৮, ইসলামী ঐক্যজোটের (মিনার) ৪২, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) ৩৯, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) ৩৭, কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) ৩০, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (হাতুড়ি) ২৬, গণফ্রন্টের (মাছ) ২১, জাতীয় পার্টি-জেপির (বাইসাইকেল) ১৩, বাংলাদেশ কল্যাণ পার্টির (হাতঘড়ি) ১৬, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) ১১, বিকল্পধারা বাংলাদেশের (কুলা) ১০, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) ৫, গণতন্ত্রী পার্টির (কবুতর) ১০, গণফোরামের (উদীয়মান সূর্য) ৯, বাংলাদেশ সাম্যবাদী দলের (চাকা) ৪, বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি-ন্যাপের (কুঁড়েঘর) ৫, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের (হাত পাঞ্জা) ৪ ও স্বতন্ত্র ৪৩৭ জন। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি তাদের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেপির ছয়জন নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions