শিরোনাম
খাগড়াছড়িঃ সংঘাত থেকে শুরু হোক শান্তির পদযাত্রা। আওয়ামী লীগ জাপাসহ ১১ দলের কার্যক্রম বন্ধ চেয়ে রিট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ২৫২ এসআইকে অব্যাহতির প্রসঙ্গ পার্বত্য টাস্কফোর্সে ফ্যাসিস্ট হাসিনার নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও কর্মকর্তারা বহাল তবিয়তে কোন জাদুতে সওজের কাজ বাগাল অনভিজ্ঞ এনডিই,প্রাক-অনুসন্ধান শুরু করেছে দুদক পদোন্নতির হাওয়া বইছে প্রশাসনে, এসএসবির টেবিলে ৮৫০ নথি সাবেক ডিএমপি কমিশনার ফারুকের ৩ হাজার কোটি টাকার সম্পদ! বিশ্বের বহু পলাতক স্বৈরশাসক টাকা দিয়ে রাজনীতিতে ফিরেছে,হাসিনার শক্তি পাচারের টাকা পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি ও ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

ভোটের দিনে হরতাল, ফাঁকা রাজধানীর রাস্তাঘাট

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে আজ রোববার সকাল ৮টায়। তবে সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা সকাল সকাল রাস্তাঘাটে যানবাহন নেই বললেই চলে। মানুষের উপস্থিতিও হাতে গোনা। শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতাল ডাকা দল বিএনপিরও কোনো উপস্থিতিও চোখে পড়েনি রাজপথে। তবে রাজধানী বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন প্রধান সড়ক ও গলিতে ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের সতর্ক পাহারা দেখা গেছে।

আজ সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। রাতের দিকে ভোটের ফলাফল আসতে শুরু করবে। প্রায় দুই হাজার প্রার্থীর সবাই আশা করছেন সংসদ সদস্য হবেন, সংসদে যাবেন। বিএনপি ভোট বর্জন করায় অনেকেই বলছেন, আওয়ামী লীগই ভোটে জিতে টানা চতুর্থবার ক্ষমতায় যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর রামপুরায় প্রধান সড়কে দোকানপাট এখনো খোলেনি। তবে নিম্ন আয়ের মানুষেরা নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন। সড়কগুলোতে রিকশা ও সিএনজির দৌরাত্ম্য দেখা গেছে। তবে ব্যক্তিগত ও গণপরিবহন সংখ্যা একদমই কম।

রাজধানীর কাজীপাড়া থেকে বেগম রোকেয়া সরণি হয়ে তেজগাঁওয়ের বিজয় সরণি পর্যন্তও দেখা গেল একই চিত্র। সকাল ৭টার একটু পরপর দেখা যায়, মানুষজনের উপস্থিতি যেমন কম, তেমনি সড়কে নেই তেমন কোনো গাড়িঘোড়াও। তবে কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওসহ বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

পরিবহন সূত্র বলছে, ভোটের কারণে বেশির ভাগ বাস আইনশৃঙ্খলা বাহিনী রিকুইজিশন দিয়ে নিয়েছে। এ ছাড়া ভোটের কাজে নিয়োজিত রাখার জন্য অনেকেই বাস ভাড়া নিয়েছেন। ফলে রাস্তায় বাসের সংখ্যা অনেক কম।

আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে শুক্র, শনি ও রবিবার টানা তিন দিনের ছুটি পেয়েছে রাজধানীবাসী। ছুটিতে অনেকেই ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে মিলিয়ে ৭২ ঘণ্টা দেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে সোমবার মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে ভোটের আগের দিন থেকে ভোটের পরদিন সকাল পর্যন্ত বন্ধ থাকবে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাস।

উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না বলে চলতি ভোট বর্জন করেছে বিরোধী বিএনপি। সেই সঙ্গে ভোট বর্জনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছে দলটি। জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোট ১ হাজার ৯৭০ প্রার্থী। তাঁদের মধ্যে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট গ্রহণ বাতিল করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions