শিরোনাম
শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে ঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব বৈঠক ডিসেম্বরে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হবে কি এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ, বদিউল বললেন, ‘বিবেচনায় রয়েছে’ বান্দরবানে নৌকা বাইচ দিয়ে ক্রীড়া মেলা শুরু রাঙ্গামাটিতে সাফজয়ী পাহাড়ের তিন কন্যাকে উষ্ণ সংবর্ধনা পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি শেখ মুজিব দেশে ফ্যাসিবাদের জনক : মির্জা ফখরুল অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে বিএনপি নেতাকর্মীর হাতে পিটুনি

শান্তর উইকেট বিলানোর মধ্য দিয়ে শেষ প্রথম সেশন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নিউ জিল্যান্ডের স্পিনের বিপক্ষে পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই স্পিনেই খুব বাজে এক শটে ক্যাচ দিয়ে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। গ্লেন ফিলিপসও বিশ্বাস করতে পারছিলেন না এমন বলে তিনি উইকেট পাবেন।

লাঞ্চের আগে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৪ রান।

অন্য প্রান্তে আস্থার সঙ্গে ব্যাটিং করছেন মাহমুদুল হাসান জয়। দুজনের ইতিবাচক ব্যাটিংয়ে পূর্ণ হয় জুটির পঞ্চাশ রান। খানিক পরেই সাজঘরের পথ ধরেন শান্ত।

৩৯ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেট থেকে থেকে এসেছে ৭১ বলে ৫৩ রান। ৩ ছক্কা ও ২ চারে ৩৫ বলে ৩৭ রান করে ফিরলেন শান্ত। দলীয় ৯২ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।

এই ছক্কা মারতে গিয়ে উইকেট বিলিয়ে দেন শান্ত। ফিলিপসের ফুল টস ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন শান্ত। কিন্তু বল লাগে তার ব্যাটের নিচের দিকের কানায়। লম্বা সময় হাওয়ায় ভেসে থাকা বল মিড-অনে নিরাপদে তালুবন্দী করেন কেন উইলিয়ামসন।

স্কোর: বাংলাদেশ ২৭ ওভারে ২ উইকেটে ১০৪ রান। ৭২ বলে ৭ চারে ৪২ রানে ব্যাট করছেন জয়। তার নতুন সঙ্গী মমিনুল হক।

 

জাকিরের বিদায়ের পর শান্তর ঝড়ো শুরু

ত্রয়োদশ ওভারে এজাজ প্যাটেলের নিখুঁত টার্নিং ডেলিভারিতে সমাপ্তি ঘটে জাকির হাসানের অস্বস্তিকর ইনিংসের। ১ চারে ৪১ বলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি।

এরপর ক্রিজে এসে ইতিবাচক ব্যাটিং শুরু করেন নাজমুল হোসেন শান্ত। তার ছক্কা-চারে দলীয় ফিফটি পায় বাংলাদেশ। ২৫ বলেই ৩ ছক্কা ও ২ চারে ৩১ রান করে ফেলেছেন অধিনায়ক। মাহমুদুল হাসান জয় ব্যাটে আছেন ৬০ বলে ৪ চারে ২৫ রানে।

স্কোর: বাংলাদেশ ২১ ওভারে ১ উইকেটে ৭৭ রান।

অফ স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে কাট মারতে চেয়েছিলেন জাকির। কিন্তু টার্ন করে ভেতরে ঢুকে যাওয়া বলে জায়গাই পাননি তিনি। বল আঘাত করে অফ স্টাম্পে। বিদায় ঘণ্টা বাজে জাকিরের।

ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন জাকির। কাইল জেমিসনের করা দ্বিতীয় ওভারেই তিনি ফিরতে পারতেন এলবিডব্লিউ হয়ে। অল্পের জন্য বেঁচে যান ব্যাটের কানা ছুঁয়ে যাওয়ার কারণে। পরে টিম সাউদির বলেও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি জাকির।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ন’টায়।

অভিষেক হয়েছে ব্যাটসম্যান শাহাদাত হোসেনের। এই ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল পুরোপুরি স্পিন নির্ভর । একাদশের একমাত্র পেসার শরীফুল ইসলাম। দলে আছেন তিন স্পিনার—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

নিউজিল্যান্ডের একাদশেও আছেন তিন স্পিনার। দলে আছে দুই পেসারও। অধিনায়ক টিম সাউদির সঙ্গে আছেন কাইল জেমিসন।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions