শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব নির্বাচন চান সম্পাদকরা রাজপথে পরিকল্পিত নৈরাজ্য,হাসিনার ষড়যন্ত্রে একের পর এক অস্থিরতার চেষ্টা প্রতিষ্ঠানের মালিকানা হারাচ্ছেন বড় গ্রুপের প্রভাবশালীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘুষের সিন্ডিকেট,বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সঙ্গে দেনদরবারেও জড়িত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ-সমাবেশ ডিসেম্বরে বাংলাদেশ-ভারত বৈঠকের প্রস্তুতি, হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সম্ভাবনা বিচারের পর আ.লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে-টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: জাগপা নেতা রহমত নতুন সিইসি নাসির উদ্দীনের নাম ছিল বিএনপির তালিকায় নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন

মিরসরাইয়ে লরির চাপায় ৩ শ্রমিক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩১১ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির একটি লরির চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বিসিক শিল্পনগর সড়কের মুখে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দিপন গ্যাস কোম্পানি লিমিটেডের স্টাফ।

নিহতরা হলেন—মো. আলম খান (৪২), মো. শফিক শেখ (৪০) ও মাসুদ শেখ (৪১)।

কর্ণফুলী গ্যাস কোম্পানির ঠিকাদার হিসেবে বারইয়ারহাট থেকে চট্টগ্রাম গ্যাসলাইন স্থাপনের কাজ পায় দিপন গ্যাস কোম্পানি লিমিটেড। সকালে কাজে যোগদানের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির কনটেইনার লরি সড়কের ফুটপাতে উঠে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতদের সহকর্মী ও কোম্পানির পাইপ ওয়েল্ডার মো. লাভলু বলেন, ‘আমাদের লোকজন সকালে কাজের প্রস্তুতি নিয়ে বাসা থেকে মহাসড়ক পার হয়ে সড়কের ফুটপাতে দাঁড়ালে তাদের পিষে দেয় কনটেইনারটি। ঘটনাস্থলেই তিনজন মারা যায়। তাদের শরীরের অংশ ও রক্ত রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। আমরা রাতে একসঙ্গে একি রুমে ছিলাম। সকালে তাদের এমন মৃত্যু দেখব কল্পনাও করতে পারিনি। একজনকে দুই কিলোমিটার থেঁতলে নিয়ে গেলে বাদামতলী নামক স্থানে স্থানীয়রা গাড়িটি আটকায়। এখন সে মেডিকেলে রয়েছে।’

মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দারোগাবাড়িতে বাসা ভাড়া নিয়ে কোম্পানির স্টাফরা থাকেন। রুমের বাবুর্চি নজরুল আলী শেখ বলেন, ‘সকালে তাঁরা যখন কাজের জন্য প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হন, তখনো তাঁদের সঙ্গে কথা হয়। আমি তাঁদের জন্য রান্না করি। রাস্তার ফুটপাতে গিয়ে তাঁদের গাড়ি এভাবে মারল। আবার একজনকে টেনে নিয়ে যায় দুই কিলোমিটার। এটি দুর্ঘটনা হতে পারে না। এটি হত্যাকাণ্ড। আমরা উপযুক্ত বিচার চাই।’

মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছলিম উদ্দিন বলেন, ‘আমি সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসি। তিনজন ঘটনাস্থলে নিহত হন। আমি জোরারগঞ্জ হাইওয়ে থানায় ফোন করে জানাই। পুলিশ এসে গাড়ি আটক করে এবং নিহতদের লাশ নিয়ে যায়।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিসিক এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামীর কনটেইনার লরির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ থানায় রাখা হয়েছে। লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions