বান্দরবান:- গত ১১ মার্চ বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ি সন্ত্রাসীরা ট্রাক ড্রাইভার সহ অন্যান্য নিরীহ জনগণের উপর গুলিবর্ষণ ও অপহরণ এবং গত ১২ মার্চ রোয়াংছড়ি উপজেলায় পাহাড়িদের চিকিৎসা সেবা দিতে গমনকারী টহল দলের উপর সশস্ত্র সন্ত্রাসী (কেএনএফ) কতৃক গুলিবর্ষণ করে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার শহীদ মোঃ নাজিম উদ্দীনকে। এই হত্যার প্রতিবাদে- বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শহরের হোটেল হিলবার্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বান্দরবান শহর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পিসিএনপি বান্দরবান জেলার সহ সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবির, পিসিএনপি বান্দরবান জেলা সভাপতি ও আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল, বান্দরবান পৌর সভাপতি শামসুল হক শামু, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সভাপতি মোঃ আসিফ ইকবাল। এছাড়াও নাগরিক পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে, পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী তথা কেএনএফ এর সকল সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা জানান।অবিলম্বে এইসব সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান,অন্যথায় তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কঠোর কর্মসূচী ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন।