রাঙ্গামাটি:- পদক্ষেপ এনজিও কর্মী চম্পা চাকমার হত্যাকারী এনামুল হককে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সচেতন সমাজ ও পদক্ষেপ এনজিও কর্মকর্তারা।
শনিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চম্পা চাকমাকে হত্যা করেছে এনামুল হক নামে একজন পেশাদার খুনী।
সিসি টিভিতে স্পষ্ট তা দেখা গেছে কিন্তু হত্যাকান্ডের ৭ দিন পরও গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। এখনো পুলিশ প্রশাসনের ঘুম ভাঙেনি। তথ্য প্রযুক্তির যুগে কেন অপরাধী ধরতে বিলম্ব হচ্ছে এমন হতাশা ব্যক্ত করেন বক্তারা।
খুনীকে ধরতে আর বিলম্ব না করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
সুশাসনের জন্য নাগরিক(সুজন) রাঙ্গামাটি সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত চম্পা চাকমার ছোট ভাই মিল্টন চাকমা, পদক্ষেপ রাঙ্গামাটি ব্রাঞ্চ ম্যানেজার হাসান আলী, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী পদক্ষেপ কর্মী রাশেদা ইসলাম,ছাত্র নেতা সুমন চাকমা, শিক্ষার্থী কুর্নিকোভা চাকমা, মিলন চাকমা।
প্রসঙ্গত গত ৫ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় অফিস থেকে ফিরার পথে ছুরিকাঘাতে খুন হন চম্পা চাকমা। চম্পা চাকমার বাড়ি রাঙ্গামাটির বন্দুকভাঙা এলাকায়।