শিরোনাম
৩ কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়নের বিষয়টি ভিত্তিহীন প্রধান উপদেষ্টার বাসভবনের সাম‌নে ৩৫ প্রত্যাশীদের অবস্থান, টিয়ারশেল নিক্ষেপ উন্নয়নের অংশীদার হলেও ১৫ বছরে শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক পাননি— দেবপ্রিয় ৩ বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার দুই সচিব ও ৬ অতিরিক্ত সচিবকে ওএসডি ২০ হাজারের বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিলো ভারত সচিবালয়ে হট্টগোল,শাস্তি পাচ্ছেন ১৭ উপসচিব সাভারে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়ে অবস্থান জানাল ভারত ‘পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করছে’

আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব হুমকিতে পড়বে: মোয়াজ্জেম হোসেন আলাল

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৯৪ দেখা হয়েছে

সিলেট;-বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশ দেখলে ১৯৭১ সালে পাকিস্তানি দোসর শান্তি কমিটির কথা মনে পড়ে। ’৭১ সালে শান্তি কমিটি শান্তির নামে মুক্তিযোদ্ধাদের হত্যা করত। শান্তি কমিটি আর এখনকার শান্তি সমাবেশের একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।’

আলাল আরও বলেন, ‘জনগণের মুখপাত্র হিসেবে বিএনপি মানুষের অধিকার আদায়ের দায়িত্ব পালন করছে। বিএনপি জনগণের মনের কথা বলে। আর আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিএনপিকে গালাগালি করে।’

আজ শনিবার সকালে বিদ্যুৎ, কৃষি-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদ, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আলাল এসব কথা বলেন।

১৮ মার্চ ১০ দফা দাবিতে সব মহানগরে সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়ে আলাল বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অতিষ্ঠ। সাধারণ মানুষ এখন মুরগি কিনতে পারেন না। মানুষ খেতে পারছেন না, আর তারা (আওয়ামী লীগ) জয় বাংলা কনসার্ট করে। কারণ, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।’

আলাল বলেন, ‘যখন দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্য সহনীয় করতে, নিরপেক্ষ নির্বাচনের দাবি, আওয়ামী লীগের ভোট চুরি-রিজার্ভ চুরির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করছে আর তখন আওয়ামী লীগ জিয়া পরিবারের প্রতি বিষোদ্‌গার করতে ব্যস্ত। শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন শেখ হাসিনা। তা রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত। আওয়ামী লীগের সময় শেষ হয়ে গেছে। তাদের পতন সুনিশ্চিত।’

দক্ষিণ সুরমা রেলগেটসংলগ্ন মারকাজ পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

এ ছাড়া একই দাবিতে নগরের চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট মহানগর বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে সিলেট মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড বিএনপির নেতারা ও বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন।

মানববন্ধন দুটিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির বদরুজ্জামান সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সৈয়দ সাফেক মাহবুব, মাহবুব কাদির শাহি ও মুর্শেদ আহমদ মুকুল।

জেলা বিএনপির আশিক উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইকবাল বাহার চৌধুরী, মামুনুর রশিদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, হাসান আহমদ পাটোয়ারী রিপন, শামীম আহমদ, ইকবাল আহমদ চেয়ারম্যান, এ কে এম তারেক কালাম, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions