ডেস্ক রির্পোট:- সন্ধ্যা ছয়টা। ঘটনাস্থল ঘিরে শত শত উৎসুক জনতা। বিস্ফোরণে বিধ্বস্ত দুটি বহুতল ভবনের নিচের দিকটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভবনের নিচতলার কলাপসিবল গেট বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে আছে। তার সঙ্গে রয়েছে বিধ্বস্ত একাধিক মোটরসাইকেল, রিকশা-ভ্যান। ভবনের কাচ, ইট, বালুসহ নানা কিছু ছড়িয়ে–ছিটিয়ে ছিল সড়কে। ভবনগুলোর সামনের সড়কে ‘সাভার পরিবহন লিমিটেড’ নামের একটি বাস তখনো দাঁড়িয়ে ছিল। তবে সেটিও নিয়েছিল ধ্বংসস্তূপের চেহারা।
এ অবস্থা তৈরি হয় ঘণ্টাখানেক আগে (মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে) সিদ্দিকবাজারের নর্থ সাউথ সড়কের সাততলা ভবনে বিস্ফোরণ থেকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন নর্থ সাউথ সড়কের দুই পাশেই যান চলাচল করছিল। সদরঘাট থেকে গুলিস্তানগামী এই সড়ক ঢাকা মহানগরীর অন্যতম ব্যস্ত সড়ক। বিস্ফোরণের পর সড়কের বিভিন্ন অংশে রক্তাক্ত অবস্থায় অনেক মানুষ পড়ে ছিলেন। তাঁদের অধিকাংশই তখন সড়ক দিয়ে চলাচল করছিলেন। তাঁদের কেউ বাসের যাত্রী ছিলেন, কেউ রিকশা-ভ্যানে চড়ে ছিলেন। আবার কেউ কেউ ছিলেন পথচারী। কেউ কেউ দোকানে এসেছিলেন কেনাকাটা করতে।