শিরোনাম
এখন কেন সেনাবাহিনীর দরকার? খাগড়াছড়িতে অপহৃত চবি শিক্ষার্থীসহ ৬ জনকে উদ্ধারে যৌথ অভিযান বান্দরবানে মেঘলা ‘মিনি চিড়িয়াখানা’আদালতের রায়ে বন্ধ হল নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা? আনন্দবাজারের রিপোর্ট কোন পথে দেশ? নির্বাচনের ‘টাইমফ্রেম’ নিয়ে অনিশ্চয়তা বাদী-বিবাদীর সরাসরি সাক্ষ্য লাগবে না,দেওয়ানি কার্যবিধি সংশোধন হাসিনার আয়নাঘরের বর্ণনায় ব্যারিস্টার আরমান‌‌‌‍‍ ‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌,এটা ছিল যেন জীবন্ত কবর ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২ হাজার কোটি বিএনপি এখন কী করবে বান্দরবানে সাবেক মন্ত্রী তাজুলের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ,১২ ব্যাংক হিসাব ও ১৪টি শেয়ার অবরুদ্ধ করার আদেশ

সাগর-রুনি হত্যা: ৯৬ বার পেছালো তদন্ত প্রতিবেদন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৪৩ দেখা হয়েছে

ঢাকা:- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পিছিয়েছে।

রোববার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেনি মামলার তদন্ত সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তাই আগামী ৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৯৬ বার পেছালো।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। এরপর ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল আলমের ওপর।

দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাবকে। সেই থেকে ১১ বছর সময় পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions