রাঙ্গামাটি:- বাংলাদেশে মার্কিন দূতাবাসের অর্থায়ন ও ইউএনডিপির তত্ত্বাবধানে রাঙ্গামাটির কাপ্তাইয়ে চলমান প্রজেক্ট পরিদর্শনে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ রোববার সকালে রাষ্ট্রদূত কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যাঙছড়ি বনফুল রেস্ট হাউসে এলে তাঁকে অভ্যর্থনা জানান রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমান।
এ সময় চট্টগ্রাম বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সালেহ মো. শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দেসহ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রজেক্টের কার্যক্রম নিয়ে স্থানীয় ডিভিশনাল ফরেস্ট অফিসার, রেঞ্জ ও বিট কর্মকর্তাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মতবিনিময় করেন। এর আগে বনফুল রেস্ট হাউসের সামনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস একটি বকুল ফুলের চারা রোপণ করেন।