রাঙ্গামাটি:- রাঙ্গামাটিকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। এজন্য আমাদের প্রযুক্তি জ্ঞানে দক্ষ হতে হবে।
রোববার (০৫ মার্চ) বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এমন কথা বলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
ডিসি বলেন, সরকারের মহা পরিকল্পনা হলো ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। বাস্তবায়নে মানুষ যাতে ঘরে বসে সেবা পায় সেই লক্ষে আমাদের কাজ করতে হবে। অনলাইনে সেবার পরিধি বাড়াতে হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা, শিমুল ভৌমিক, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুজিত ত্রিপুরাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সভায় অংশ নেন।