ঝিনাইদহ:- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে জনবিস্ফোরণ ঘটবে। এটি মহানগরীর কোনো প্রোগ্রাম না। তাই সরকারের নূন্যতম জ্ঞান থাকলে তারা সেদিকে যাবে না। আর বিএনপি হামলা, মামলার ভয় করে না। কারণ গত ১৫ বছরে আওয়ামী লীগ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে দুদু বলেন, মাঝে মাঝে তার কথা স্বাভাবিক মানুষের মতো মনে হয় না।