শিরোনাম
পাহাড়ের মাঠে তারকা ফুটবলার তৈরি করছেন সুইহলামং মারমা মামলার আগে যেতে হবে লিগ্যাল এইডে,আজ থেকে রাঙ্গামাটিসহ বেশ কিছু জেলায় একযোগে এ কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই গ্রিন সিগন্যাল পাচ্ছেন বিএনপি’র প্রার্থীরা যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত ১ কাপ কফির দাম ৮৩ হাজার টাকা! বিশ্ব বাঁশ দিবস আজ,বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ দেশে আট মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ হাজার ২০২ ১১ লাখ কোটি টাকা ঋণের বিপরীতে জামানত থাকা সম্পত্তির বড় অংশই ভুয়া রাঙ্গামাটির সাজেকে জীপ খাদে পরে নিহত-১ আহত ১২ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান,টেন্ডারবাজি-নিয়োগবাণিজ্যসহ নানা অভিযোগে

রাঙ্গামাটির রাজস্থলী – চন্দ্রঘোনা সড়কে ঝুঁকিতে দু’টি বেইলী সেতু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দীর্ঘ প্রায় ২ দশকের ও বেশি সময় পূর্বে অস্থায়ীভাবে নির্মিত শফিপুর বেলী সেতু ও রাজস্থলীর কাপ্তাই খালের উপর একটি বেইলী সেতু এখনও মানুষের চলাচলের একমাত্র ভরসা। কাপ্তাই ও সীমান্ত সড়কের পর্যটকবাহী পরিবহনের চাপ, কাঠ-বাঁশসহ এসব এলাকায় উৎপাদিত পণ্য পরিবহনে ভারী যানবাহন চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রতি দিনেই ব্রিজ দুইটি দুই পাড়ে যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। দ্রুত বেইলী সেতুর পরিবর্তে স্থায়ী গার্টার সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।
২০২০সালের মাঝামাঝি কাঠ বোঝাই একটি ট্রাক তিন নং বাঙালহালিয়া সফিপুর বেইলী সেতু পার হতে গিয়ে পাটাতন ভেঙ্গে আছড়ে পড়ে ঝিড়িতে। সে সময় চন্দ্রঘোনা, বাঙালহালিয়া ও কাপ্তাই সহ রাঙ্গামাটির সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।আপদকালীন সংস্কার করে বেইলী সেতুটি আবারও চালু হলেও দুর্ঘটনার ঝুঁকি কমেনি। সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সেতুর উপর ভারী পণ্যবাহী পরিবহন উঠলে পারাপার হতে লাগছে দীর্ঘ সময়। এতে করে প্রতিদিন লাগছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। একই অবস্থা রাজস্থলীর কাপ্তাই খাল এলাকার বেইলী সেতুও।

রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের তথ্য অনুসারে, রাঙ্গামাটি, চন্দ্রঘোনা, কাপ্তাই রাজস্থলী সড়কে প্রতিদিন কয়েক শত ভারী ও হালকা পরিবহন যাতায়াত করে। যার অধিকাংশই সীমান্ত সড়কে পাথর বোঝাই, ইট বোঝাই কাঠ-বাঁশ ও কৃষিজ পণ্যবাহী পরিবহন। বড় ধরণের দুর্ঘটনা এড়াতে দ্রুত বেইলী সেতুর পরিবর্তে স্থায়ী গার্টার ব্রিজ নির্মাণের দাবি পরিবহন চালকদের। এ দিকে সড়কের পাশে বেলীসেতু সংলগ্ন সাইনবোর্ড স্থাপন করা হয়ছে। এতে লেখা আছে ঝুকিপূন্য বেলী সেতু পাচঁ টনের অধিক মালামাল পরিবহন নিষেধ। প্রতিদিন বাস্তবে দেখায়ায় সীমান্ত সড়কে কাজ করার জন্য ১৫/২০ টনের অধিক পাথর, ইট বোঝাই ট্রাক ঝুকিপূন্য সেতু দিয়ে চলাচল করছে। এমন কি দুর্ঘটনাও ঘটে। রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-অর্থনৈতিক পাইপ লেন হিসেবে পরিচিত চন্দ্রঘোনা, রাইখালী রাঙ্গামাটি রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও সেতুর আধুনিকায়নে দ্রুত বাস্তবায়ন চায় স্থানীয়রা।
এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, রাজস্থলী চন্দ্রঘোনা সড়কে ঝুকিপূন্য বেলীসেতু দ্রুত সড়িয়ে সেতু নির্মাণ করা প্রয়োজন হয়ছে। এ বিষয়ে আমি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে বিস্তারিত আলাপ করবেন বলে জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions