খাগড়াছড়ি:- পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তিচুক্তি) অনুযায়ী স্ব-স্ব মাতৃভাষার শিক্ষক নিয়োগ ও পাঠদান-প্রক্রিয়া দ্রুত কার্যকর করার দাবি তুলেছে গণতান্ত্রিক ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। একই সঙ্গে পাহাড়ের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন পাহাড়ি আঞ্চলিক সংগঠনের নেতারা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাস টার্মিনালসংলগ্ন কল্পরঞ্জন মাঠে আয়োজিত ছাত্র সমাবেশে এ দাবি জানান তারা।
এদিন সকালে প্রথমে কল্পরঞ্জন মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন পাহাড়ি ছাত্র পরিষদ নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে যায়। সেখানে ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে কল্পরঞ্জন মাঠে ফিরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক অসীম প্রিয় চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক কলিন চাকমা বক্তব্য রাখেন।
তারা বলেন, ‘মাতৃভাষা সব জাতিগোষ্ঠীর রাষ্ট্রীয় অধিকার। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কেন নিজেদের মাতৃভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন না।’ বক্তারা নিজেদের মাতৃভাষার স্বীকৃতি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।