
খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জন এতে অংশ নেন।
শুক্রবার বিকেলে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা স্থানীয় জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রার্থীরা হলেন—জেলা বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী,
খেলাফত মজলিসের প্রার্থী কাউসার আজিজী, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, গণপরিষদের প্রার্থী দীনময় রোজা, স্বতন্ত্র প্রার্থী সমিরণ দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা।
তবে স্বতন্ত্র প্রার্থী জিরোনাথ ত্রিপুরা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
জনতার মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন। এ সময় স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রার্থীদের কাছে উন্নয়ন, সুশাসন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, ভূমি সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুলে ধরেন। প্রার্থীরা নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।