
রাঙ্গামাটি;- আজ শুক্রবার (৩০ জানুয়ারী ‘২৬) লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নে ২৯৯ রাঙ্গামাটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন এর সমর্থনে পথসভা ও গণসংযোগ করেন।
এসময় আলহাজ্ব জসিম উদ্দীন লংগদুর প্রত্যন্ত ও অবহেলিত জনপদের মানুষের মৌলিক চাহিদা পূরণই তার রাজনীতির মূল লক্ষ্য। এ লক্ষ্যে গ্রাম ও ওয়ার্ডভিত্তিক সড়ক উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক ও অবকাঠামো নিশ্চিত করা হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় স্বাস্থ্যসেবাকে আধুনিক ও জনবান্ধব করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা বিস্তার এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
আলহাজ্ব জসিম উদ্দীন বলেন,
“লংগদুর উন্নয়ন কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, ন্যায়বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন বাস্তবায়নই আমাদের অঙ্গীকার।”
এসময় ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন,সেক্রেটারী মুহাম্মাদ আলী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।