আম-ছালা দুই-ই গেল জামায়াত প্রার্থীর

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ দেখা হয়েছে

বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে দীর্ঘ নাটকীয়তার পর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়ন প্রত্যাহারের ফলে আম-ছালা দুই-ই গেল অ্যাডভোকেট আবুল কালামের।

মঙ্গলবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলের পক্ষে জেলা সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল এ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

তফসিল ঘোষণার অনেক আগে থেকেই এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়িয়েছিলেন অ্যাডভোকেট আবুল কালাম। কেন্দ্রীয় নেতারাও জেলা সফর করে তাকে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এমনকি কেন্দ্রের নির্দেশে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকেও পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মাঠপর্যায়ে ব্যাপক সাড়াও পেয়েছিলেন তিনি।

তবে শেষমুহূর্তে জোটগত আসন সমঝোতার কারণে পাল্টে যায় সমীকরণ। মহেশখালী উপজেলার বাসিন্দা এসএম সুজা উদ্দিনকে এ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি।

স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগত প্রার্থীকে চাপিয়ে দেওয়ায় এনসিপি ও জামায়াত উভয় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিলেও শেষপর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করতে হলো আবুল কালামকে।

এদিকে ১২ তারিখের আনুষ্ঠানিক ঘোষণার পর লড়াইয়ের ময়দানে মূল আকর্ষণ হয়ে থাকছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী। মাঠে ধানের শীষের সাচিং প্রু জেরীর সঙ্গে এনসিপির প্রার্থী এসএম সুজা উদ্দিন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবুল কালাম এবং জাতীয় পাটির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ।

 

 

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions