
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন ঘিরে বিচ্ছেদের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা আলোচনা চললেও এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ‘হিরো নাম্বার ওয়ান’ খ্যাত এই তারকা। অবশেষে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করলেন গোবিন্দ।
সাক্ষাৎকারে গোবিন্দ দাবি করেন, তার সাজানো সংসারকে ঘিরে একটি গভীর ষড়যন্ত্র চলছে। তার ভাষ্য অনুযায়ী, এই চক্রান্তে তার অজান্তেই স্ত্রী ও পরিবারকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, অনেক সময় চুপ করে থাকাকে মানুষ দুর্বলতা হিসেবে ধরে নেয় এবং তখনই ভুল ধারণা ছড়িয়ে পড়ে।
গোবিন্দের কথায়, আমরা যখন কোনও বিষয়ে নীরব থাকি, তখন অনেকে ধরে নেয় সমস্যাটা আমাদের মধ্যেই। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাকে পরিকল্পিতভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে, আর দুর্ভাগ্যজনকভাবে আমার পরিবারও এতে জড়িয়ে পড়ছে যা তারা নিজেরাও পুরোপুরি বুঝতে পারছে না।
দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই অভিনেতা আরও অভিযোগ করেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তিনি মনে করেন, জনপ্রিয়তার শীর্ষে থাকা মানুষকে টেনে নামানোর প্রবণতা বরাবরই থাকে। তার ক্ষেত্রে প্রথমে পারিবারিক বিষয়ে আঘাত হানা হচ্ছে, এরপর তা সামাজিক আলোচনায় রূপ দেওয়া হচ্ছে। কাজের প্রসঙ্গে গোবিন্দ বলেন, তাকে ঘিরে একটি ভুল ধারণা ছড়ানো হয়েছে যে, ছবির প্রস্তাব না থাকায় তিনি কাজ করছেন না। বাস্তবে বিষয়টি তা নয়। তিনি নিজেই বেশ কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান এবং এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই।
বিবাহবিচ্ছেদের গুঞ্জনের পেছনে কারা জড়িত, সে বিষয়ে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও গোবিন্দ ইঙ্গিত দেন, আড়াল থেকে কেউ স্ত্রীকে সামনে রেখে এই ‘খেলা’ চালাচ্ছেন। তবে সব প্রতিকূলতা পেরিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সম্মান রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ এ কথাও স্পষ্ট করে জানান এই বলিউড তারকা।
সূত্র: ইন্ডিয়া টুডে