শিরোনাম
এমপিও শিক্ষকদের ডিসেম্বরের বেতনের জিও জারি, যুক্ত হয়েছে একটি ভাতাও জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল ১ লাখ টন লবণ আমদানির অনুমতি পেলো ২৪৭ প্রতিষ্ঠান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প এবার আর আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত মার্কিন মুলুকে ইতিহাসের ছাপ: খালেদা জিয়ার নামে মিশিগানে সড়ক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবদুল গফুর সাময়িক বরখাস্ত রাঙ্গামাটি রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ও বঙ্গলতলীতে ৬ দিন পর নেটওয়ার্ক ফিরেছে

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২২৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ৬ দিন পর নেটওয়ার্ক ফিরেছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের কয়েকটি গ্রামে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। অভিযোগ রয়েছে, চাঁদাবাজির উদ্দেশে দুষ্কৃতকারীদের ফাইবার অপটিক ক্যাবল কেটে দেওয়ায় এই অচলাবস্থা সৃষ্টি হয়। অবশেষে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ক্যাবল মেরামতের পর পুনরায় বাঘাইহাট, গঙ্গারাম, শুকনোছড়া ও বঙ্গলতলী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় নেটওয়ার্ক স্বাভাবিক হয়ে এসেছে।

বাঘাইহাটের ব্যবসায়ী রফিকুজ্জামান বলেন, গত ১০ নভেম্বর বিকালে সাজেকের শুকনোছড়া ও করেঙ্গাতলী এলাকায় দুষ্কৃতকারীরা ফাইবার অপটিক কেবল কেটে দেয়। ফলে হঠাৎ করেই পুরো অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা রবীন্দ্র চাকমা বলেন, নেটওয়ার্ক বিভ্রাটের কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় সীমাহীন ভোগান্তি দেখা দেয়। ব্যবসায়ীরা লেনদেন, পর্যটকদের বুকিং, অনলাইন পেমেন্টসহ নানা কাজে সমস্যার সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে বাইরে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়ে। অভিভাবকরা দূরে থাকা সন্তান-স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতে না পেরে উদ্বেগে দিন কাটান। নেটওয়ার্ক বিচ্ছিন্নতায় সাজেকে অবস্থানরত পর্যটকরাও চরম অস্বস্তিতে পড়েন। অনেকে পরিবার-পরিজনকে নিজের নিরাপত্তা সম্পর্কে জানাতে পারেননি। অনলাইন নেভিগেশন, গাইডলাইন বা হোটেল বুকিংয়ের কাজ বাধাগ্রস্ত হয়। অনেকেই জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে রবিবার বিকালে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এমএম জিল্লুর রহমানের সার্বিক সহযোগিতায় সেনাবাহিনীর স্কট টিম শুকনোছড়া এলাকায় প্রবেশ করে। দুর্গম পথ পাড়ি দিয়ে দলটি দ্রুত ক্ষতিগ্রস্ত ক্যাবল শনাক্ত করে মেরামতের কাজ শুরু করে এবং সফলভাবে নেটওয়ার্ক সংযোগ পুনর্বহাল করে।

নেটওয়ার্ক পুনরায় সচল হওয়ায় পুরো সাজেক এলাকাজুড়ে স্বস্তি ফিরেছে। সাজেকে ঘুরতে যাওয়া নয়ন চৌধুরী নামে এক পর্যটক জানান, ঘুরতে এসে নেট না থাকার কারণে সমস্যায় পড়ে গিয়েছিলাম। বিকাল থেকে পুনরায় নেট এসেছে। এতে যোগাযোগ সহজ হয়েছে।

বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এমএম জিল্লুর রহমান জানান, সন্ত্রাসী চাঁদাবাজির উদ্দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল কেটে দেয়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে সাজেক ও বঙ্গলতলীর কয়েকটি গ্রাম। সেনাবাহিনী সহযোগিতায় ক্যাবল মেরামতের পর এলাকাগুলোতে নেটওয়ার্ক ফিরে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions