
রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহর থেকে পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা(৪৮) ও রিজার্ভ বাজারের ১নং ওয়ার্ড ইউনিট ছাত্রলীগের সভাপতি সৌরভ দে।

শনিবার বিকেলে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার ও গর্জনতলী থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ।
রাঙ্গামাটি কোতয়ালী থানা ও ডিবি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাঙ্গামাটিতে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে উপরোক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে রোববার আদালতে প্রেরণ করা হবে।
কোতয়ালীর ওসি সাহেদ উদ্দিন বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করছি। এ অভিযানের অংশ হিসেবে উল্লিখিত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।