শিরোনাম
সেনাসদস্য-স্বেচ্ছাসেবকদের মধ্যে জনতার ‘অনভিপ্রেত’ ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর কিছু কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ পাহাড়ি-বাঙালির মধ্যে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রয়োজন : নাহিদ ইসলাম বিভীষিকাময় এক ঘটনা দেখলো দেশ,আগুনে পুড়ে ঝরে গেল অন্তত ২৭ জীবন,মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে-১৭১ উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭, আহত ১৭১ কী ঘটেছিল বিমানটিতে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২০, আহত ১৭১ উত্তরায় বিমান দুর্ঘটনা,পাইলটসহ নিহত ১৯ , আহত ১৬৪: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্ত, নারী ও শিশুসহ দগ্ধ ৫০ জন চিকিৎসাধীন

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭, আহত ১৭১

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫২ দেখা হয়েছে

ডেস্ক রিপেৃাট:- রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। সোমবার মধ্যরাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তারা হলেন- এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও সায়ান ইউসুফ (১৪)।

তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ২০ এবং এখন পর্যন্ত আহত হয়েছেন ১৭১ জন। এ ঘটনায় নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা ০১টা ০৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এ বিষয়ে তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

আইএসপিআর বলছে, দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ এর দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

উক্ত অনাকাঙ্খিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে।

সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে ।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions