শিরোনাম
পাহাড়ের মাঠে তারকা ফুটবলার তৈরি করছেন সুইহলামং মারমা মামলার আগে যেতে হবে লিগ্যাল এইডে,আজ থেকে রাঙ্গামাটিসহ বেশ কিছু জেলায় একযোগে এ কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই গ্রিন সিগন্যাল পাচ্ছেন বিএনপি’র প্রার্থীরা যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত ১ কাপ কফির দাম ৮৩ হাজার টাকা! বিশ্ব বাঁশ দিবস আজ,বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ দেশে আট মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ হাজার ২০২ ১১ লাখ কোটি টাকা ঋণের বিপরীতে জামানত থাকা সম্পত্তির বড় অংশই ভুয়া রাঙ্গামাটির সাজেকে জীপ খাদে পরে নিহত-১ আহত ১২ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান,টেন্ডারবাজি-নিয়োগবাণিজ্যসহ নানা অভিযোগে

ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার বিচার কার্যক্রম

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১৩ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল অভিযোগ দাখিলের মাধ্যমে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া অন্যান্য টিভি ও সম্প্রচার মাধ্যমও এই প্রক্রিয়া সম্প্রচার করেছে বিটিভি’র সহযোগিতায়। বিচারকাজ দুপুর সোয়া ১২টা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে সরাসরি সমপ্রচার করা হয়। টেলিভিশনে সম্প্রচার হওয়ায় অনেকে ঘরে বসে টিভিতে বা মোবাইল ফোনে বিচারিক প্রক্রিয়া প্রত্যক্ষ করেছেন। বিচার প্রক্রিয়া সম্প্রচারের এ উদ্যোগ দেশের বিচার বিভাগে নতুন অধ্যায়ের সূচনা করলো।

রোববার প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) উপস্থাপনের পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ অভিযোগ আমলে নেয়ার আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি অন্য আসামিরা হচ্ছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে পরবর্তী আদেশ এবং আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের জন্য আগামী ১৬ই জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি’র মাধ্যমে সরাসরি সমপ্রচারিত হওয়া বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেইজেও সরাসরি সমপ্রচার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেইজেও লিংক শেয়ার করে এ বিচার সরাসরি সমপ্রচারিত হয়েছে।

এদিকে গত ২০শে মে ট্রাইব্যুনালের বিচারকক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ শেষ করা হয়। এর ফলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি কিংবা ধারণ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যাবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আইনজীবীরা বলছেন, সরাসরি সমপ্রচারে বিচারের স্বচ্ছতা নিশ্চিত হবে। এমন উদ্যোগে বিচার বিভাগে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions