শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত চবি’র ৫শিক্ষার্থী মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ প্রেসক্রিপশনে জেনেরিক নাম ব্যবহারে কমবে ওষুধের দাম কাজে ফেরেননি ১৮৭ পুলিশ কর্মকর্তা, অবস্থান নিয়ে গুঞ্জন-ধোঁয়াশা ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল সংস্কার নির্বাচনে বিভক্তি সড়কে ঠিকাদারি কাজেও হাসিনার কমিশন বাণিজ্য,হোতা ওবায়দুল কাদের-তারিক-সেলিম-হেলাল আজ মাঠে নামছে বাংলাদেশ জিতেও উইন্ডিজদের স্বপ্নভঙ্গ, বিশ্বকাপে বাংলাদেশ উৎসবহির্ভূত সম্পদ হাতছাড়া সাবেক ৩৪ এমপি-মন্ত্রীর

বান্দরবানে সাবেক মন্ত্রী তাজুলের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ,১২ ব্যাংক হিসাব ও ১৪টি শেয়ার অবরুদ্ধ করার আদেশ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী তাজুল ইসলামের পর এবার তার স্ত্রী ফৌজিয়া ইসলামের ৩০৪ দশমিক ৫৯ একর জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। ফৌজিয়ার এসব জমি বান্দরবানে ইজারা নেওয়া ও বায়না করা। বান্দরবানের জমি ছাড়াও ঢাকার গুলশানে জমিসহ একটি ফ্ল্যাট, চট্টগ্রামের হালিশহরে চার তলা বাসার তিন ভাগের এক ভাগ জব্দ করার আদেশ দিয়েছে আদালত। এছাড়া ১২টি ব্যাংক হিসাব ও ১৪টি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ১ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ১৩৫ টাকা রয়েছে। আর শেয়ারের মূল্য ৩ কোটি ১৯ লাখ ১২ হাজার ৪৮০ টাকা। দুর্নীতি দমন কমিশন–দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজের।

ফৌজিয়া ইসলামের সম্পদ জব্দ এবং শেয়ার অবরুদ্ধ চেয়ে আবেদন করেন সংস্থার উপপরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ। আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৪ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ রয়েছে। আবেদনে বলা হয়েছে, তাজুল ইসলাম অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে স্ত্রী ফৌজিয়ার নামে ৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৪ টাকার সম্পদ অর্জনে সহায়তা করেছেন।

এছাড়া তার ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ২০৩ টাকা জমা ও ১৩ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৯৭৫ টাকা উত্তোলনসহ ২৭ কোটি ১১ লাখ ৯৪ হাজার ৯৭৫ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের উৎস আড়াল করেছেন। যে কারণে দুদক ফৌজিয়ার বিরুদ্ধে মামলা করেছে। দুদক বলেছে, মামলা তদন্তকালে তার নামে ব্যাংক হিসাবগুলোতে থাকা অর্থের তথ্য পাওয়া যায়, যা তিনি যে কোনো সময় হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে সংস্থা জানতে পেরেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions