ডেস্ক রির্পোট:- আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশের মতো তিন পার্বত্য জেলায় ১২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার থেকে এসব বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।
বিষয়টি নিশ্চিত বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বেশি বিজিবি বান্দরবানে মোতায়েন করা হয়েছে। সেখানে ৫০ প্লাটুন বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া রাঙামাটিতে ৪৫ প্লাটুন ও খাগড়াছড়িতে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে তিন পার্বত্য জেলার বান্দরবানে দুজন, রাঙ্গামাটিতে তিনজন ও খাগড়াছড়িতে চারজন প্রার্থী নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন তাঁরা। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।