ডেস্ক রির্পোট:- মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীসহ সারা দেশে কিছু হটস্পট বা নির্দিষ্ট স্থান চিহ্নিত করে সেগুলোকে নজরদারিতে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর তৎপরতায় দেশে মব জাস্টিস, চাঁদাবাজি ও হত্যা আগের চেয়ে অনেক কমে এসেছে। ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের বনানী অফিসার্স মেসে সেনাসদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সরকার যদি সহায়তা চায় তাহলে সেনাবাহিনী সেভাবে কাজ করবে।’
সেনা সদস্যের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে তদন্ত চলমান জানিয়ে তিনি বলেন, ‘সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হবে। জনগণের আস্থার জায়গায় সবসময় সেনাবাহিনীকে আপনারা পাবেন।’
বান্দরবানে ২২ জন রাবার শ্রমিক অপহরণের বিষয়ে কর্নেল শফিক বলেন, ‘কোনও একটি গ্রুপ তাদের অপহরণ করেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়াও কুকি চিনের দৌরাত্ম্য কমে এসেছে। তাদের অনেকগুলো ক্যাম্প ধ্বংস করা হয়েছে।’