রাঙ্গামাটি:- ১১ই বেঙ্গল ও রাঙ্গামাটি জোন এর সার্বিক সহযোগিতায় এবং পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কর্তৃক আয়োজিত আগামী শুক্রবার, ২৪ জানুয়ারি-২০২৫ ইংরেজি তারিখ বেনুবন, বেতবুনিয়া ১ নং মডেল ইউপি, কাউখালি, রাঙ্গামাটি পার্বত্য জেলায় দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হবে।
উক্ত দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে বেনুবন একাদশ ফুটবল দল, ডলুছড়ি একাদশ ফুটবল দল ও সোনাইছড়ি একাদশ ফুটবল দল অংশ গ্রহন করবে।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উত্তমানন্দ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ অজিতানন্দ মহাথেরো ।
এতে ১১ই বেঙ্গল ও রাঙ্গামাটি জোন এর অধিনায়ক ল্যাঃ কর্ণেল এরশাদ হোসাইন চৌধুরী, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া গেষ্ট অব অনার, কাউখালী উপজেলার নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বিশেষ অতিথি, রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু,রাঙ্গামাটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শরিফুল ইসলাম শাকিল, কাউখালি উপজেলা বিএনপি’র সহ সভাপতি পাইচিমং মারমা ও ১ নং বেতবুনিয়া মডেল ইউপি, ৫নং ওয়ার্ড মো. মুছা অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া ফুটবল একাডেমির প্রধান প্রশিক্ষক সুইহলামং পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থাকবেন।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টের রেফারী ও টেকনিক্যাল কমিটির দায়িত্বে থাকবেন উদয়ন বড়ুয়া (প্রধান রেফারী), রেফারী রতন বড়ুয়া ও রেফারী প্রদীপ বড়ুয়া।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, সদস্য সচিব নির্মল বড়ুয়া মিলন, সদস্য প্রকাশ কুসুম বড়ুয়া, জিনপদ বড়ুয়া (কারবারী), তপন কান্তি বড়ুয়া, ধীমান বড়ুয়া, শ্যামল চৌধুরী, মিল্টন বড়ুয়া,সম্ভু বড়ুয়া, ডা. উদয়ন বড়ুয়া, সাগর বড়ুয়া, জীবন বড়ুয়া, সবুজ বড়ুয়া, বনপদ বড়ুয়া, বেনুবন একাদশ ফুটবল দলের তেমিয় বড়ুয়া, ডলুছড়ি একাদশ ফুটবল দলের বাবু বড়ুয়া ও সোনাইছড়ি একাদশ ফুটবল দলের রুবেল বড়ুয়া রয়েছেন।