শীঘ্রই বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে: জেলা প্রশাসক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, আইন-শৃঙলার পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। শীঘ্রই থানচি, রুমা, রোয়াংছড়ি মত পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বিবেচনা করা হবে। এছাড়া পাহাড়ের সম্পদ পাথর, স্থানীয় বালি অবৈধ পন্থায় উত্তোলন করা যাবে না। উপজেলার প্রশাসন কড়া নজরদারি রাখতে হবে। বুধবার সকালে বান্দরবানের থানচি উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন দপ্তরে দাপ্তরিক প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের জনসম্পৃক্ততাকে প্রাধান্য দিয়ে ছোট বড় মেগা প্রকল্পগুলো গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। সরকারের অর্পিত দায়িত্ব গুরুত্ব দিয়ে নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালন করুন। শৃঙ্খলার বিষয়ে সতর্ক থাকতে হবে। অনিয়মের কোনও অভিযোগ পেলে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ উদ্দিন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বক্তব্য রাখেন। এছাড়াও সরকারি ২৪টি অধিদপ্তরের দাপ্তরিক প্রধান, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ১১টি মৌজা হেডম্যান, কারবারী, প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী অংশ নেন।

সভা শেষে তিনি ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল ডেভেলপমেন্ট প্রকল্পের (আইসিভিজিডি)২য় পর্যায় সুবিধাভোগী ১৩০০ উদ্যোক্তার মূলধন বিতরণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬টি সন্ট সিস্টেম ও শিক্ষার্থীদের ব্যাগ বিতরণ ও সমাজ সেবা অধিদপ্তরে হত দরিদ্রদের ঋণের চেক বিতরণ করেন।

উপজেলা সফরকালে তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস এবং বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions