কক্সবাজার:- টেকনাফের বহুল আলোচিত–সমালোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার হিসেবে পরিচিত টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাফর আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি।
স্থানীয় ও আইন–শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, জাফর আহমেদ একসময় টেকনাফ সদর ইউনিয়নের মেম্বার ছিলেন। পরে তিনি আব্দুর রহমান বদির সহযোগিতায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারির তালিকায় তার নাম রয়েছে। মাদকের গডফাদার হিসেবে তালিকায় রয়েছে তার দুই ছেলের নামও। দেশের পট পরিবর্তনের পর টেকনাফে ব্যবসা–প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জন এজাহারনামীয়সহ ৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। সে মামলারও অন্যতম আসামি হলেন গ্রেপ্তার জাফর আহমদ।
কক্সবাজারস্থ র্যাব–১৫ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি হত্যাচেষ্টা মামলায় জাফর আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার তাকে কক্সবাজারে নিয়ে আসা হয়। শনিবার (আজ) জাফর আহমদকে আদালতে তোলা হবে।