বান্দরবান:- বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা।
বিভিন্ন বিহারে প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উড়ানো, মহারথ টানা, পিঠা তৈরিসহ নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে উদ্যাপিত হয় এই উৎসব।
পার্বত্য জেলার মারমা সম্প্রদায় প্রবারণা পূর্ণিমাকে “ওয়াগ্যোয়াই পোয়ে” নামে উদযাপন করে আসছে। উৎসবের শেষ দিনে, শুক্রবার ১৮ অক্টোবর সন্ধ্যায় বান্দরবানের পুরাতন রাজার মাঠ থেকে রথ বের করা হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা রথে মোমবাতি ও আগরবাতি প্রজ্বলন করে বুদ্ধ মূর্তির প্রতি প্রণাম নিবেদন করেন এবং বিভিন্ন সামগ্রী দান করেন।
রথ টানা ও ফানুস ওড়ানোর এই উৎসবে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বান্দরবান শহর হয়ে ওঠে উৎসবমুখর। রঙিন ফানুসের আলোকিত আকাশে ছড়িয়ে পড়ে শান্তির বার্তা। ভেদাভেদ ভুলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নেন ফানুস ওড়ানো, বাতি প্রজ্বলন এবং রথ টানায়।
সব আনুষ্ঠানিকতা শেষে, শুক্রবার মধ্যরাতে সাঙ্গু নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব।