শিরোনাম
মুন্নী সাহার স্থগিত ব্যাংক হিসাবে মাত্র ১৪ কোটি টাকা শেখ পরিবার ও ৯ গ্রুপের সম্পদের খোঁজে ১০ টিম দেশে বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা, সীমান্তে সতর্ক বিজিবি বাংলাদেশে জঙ্গী হামলার সতর্কতা জারি, তিন পার্বত্যজেলায় ভ্রমণ নিরুৎসাহিত করেছে ব্রিটিশ সংস্থা এফসিডিও ১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয় ও ইতিহাস বাংলাদেশের এবার পশ্চিমবঙ্গের মালদায় বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা রাঙ্গামাটির সাজেকে দিনভর গুলিবিনিময়, ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন যতটা দেখায়, মোদী কি ততটা শক্তিধর? এবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব হাসান মাহমুদের দোসর আমীর আলীর অত্যাচার থেকে বাঁচতে ভূক্তভোগীদের আকুঁতি

বান্দরবানে অপহৃত দুজনকে মুক্তি,এখনো বন্দী সেনা সার্জেন্ট আনোয়ার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৬৩৫ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে রুমায় অপহৃত সেনা প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত এক সার্জেন্টসহ তিনজনকে অপহরণের ঘটনায় দুজনকে ছেড়ে দিয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। ওই দুজনের নাম মামুন ও আবদুর রহমান। তবে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন কেএনএফের আস্তানায় বন্দী রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পাড়াবাসী জানান, গত বুধবার দুপুরে রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ও রেমাক্রীপ্রাংসা ইউনিয়ন সীমানা রেখা লুংথাসি ঝিরি থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারসহ ৯ জনকে ধরে নিয়ে যায় কেএনএফ সশস্ত্র সদস্যরা। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে একই দিন সন্ধ্যায় ছয়জনকে ছেড়ে দিলেও অবসরপ্রাপ্ত সার্জেন্টসহ তিনজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তাঁরা হলেন সেনাবাহিনীর ২৬ নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলোয়ার হোসেন (৫৪), তাঁরই গাড়িচালক মো. মামুন (২৯) ও নির্মাণশ্রমিক আবদুর রহমান (২৭)। ঘটনার পর থেকে ওই এলাকার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় সাত লাখ টাকা মুক্তিপণ দাবির কথা জানা গেলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘অপহরণের বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে এখনো পর্যন্ত অপহৃতদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’

রুমা জিপ মালিক-চালক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, চালক মামুনসহ দুই শ্রমিককে ছেড়ে দিয়েছে। ছাড়া পাওয়া দুজন রুমা সদরে আসছেন। তাঁদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে বলে উল্লেখ করে জানিয়েছেন দুই শ্রমিক এখন পথিমধ্যে আছে।

এদিকে এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে সম্প্রতি রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকের ভ্রমণের ওপর প্রশাসন অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে। এসব এলাকায় সেনাবাহিনীসহ র‍্যাবের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions