শিরোনাম
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ পাঠ্যবই ছাপায় ‘সিন্ডিকেট দর’সরকারের গচ্চা ৮০০ কোটি বান্দরবানে চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ম্রো যুবক আহত বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গামাটিতে পৌর সেবা সপ্তাহে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিলুপ্তর দাবি তিন পার্বত্য জেলা পরিষদে পাহাড়ি-বাঙালি সমান সংখ্যক সদস্য চেয়ে হাইকোর্টে রিট, রুল জারি চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল চিন্ময় ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে জমে উঠেছে পাহাড়ি গরুর হাট

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১১৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়িতে কোরবানি উপলক্ষে জমে উঠেছে পাহাড়ি গরুর হাট। উপজেলার প্রবেশপথেই প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে উঠেছে এই হাট। উপজেলার সীমান্তবর্তী সাজেক, দোসর, নিউলংকরসহ দূরদূরান্ত থেকে এসব গরু নিয়ে সাত-আট দিন হেঁটে উপজেলা সদরে পশুর হাটে আসছেন বিক্রেতারা।

কোনো ধরনের মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই পাহাড়ি এসব গরু বনে স্বাধীনভাবে বেড়ে ওঠায় দেখতে বেশ হৃষ্টপুষ্ট। তাই সহজেই ক্রেতাদের মন কাড়ছে এসব গরু। এ ছাড়া বাজারে রয়েছে বাহামাসহ নানা প্রজাতির বিশালদেহী বিদেশি জাতের গরুও।
বুধবার সাপ্তাহিক হাটে গিয়ে দেখা যায়, মাঝারি সাইজের একেকটি গরু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ হাজার এবং বড় সাইজের গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে আড়াই লাখ টাকায়। এ ছাড়া বিদেশি জাতের গরুর দাম ৩ থেকে ৫ লাখ টাকা হাঁকা হলেও ক্রেতাদের আগ্রহ কম। বিভিন্ন সাইজের গরুর পাশাপাশি এই হাটে রয়েছে নানা জাতের ছাগলও। একেকটি বড় আকারের খাসি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকায়।

তবে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বাজারে না আসায় গরুর দাম বেশ কম, তাই খামারিদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পতিটি গরু বিক্রির আগেই উপজেলা পশু সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে একজন উপসহকারী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

পশুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে থাকা উপজেলা পশু সম্প্রসারণ কর্মকর্তা প্রণয় খীসা বলেন, এবার হাটে স্থানীয়ভাবে বেড়ে ওঠা প্রচুর গবাদি পশু সরবরাহ রয়েছে। এসব গরুতে কোনো ধরনের মোটাতাজাকরণ ট্যাবলেট বা ইনজেকশন দেওয়া হয়নি। তাই প্রতিটি গরু স্বাস্থ্যসম্মত।

পশুর হাট ইজারাদার আব্দুর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার বাজারে পশুর সংখ্যা বেশি হলেও ব্যবসায়ী কম। তার পরও এবার ৮-১০ কোটি টাকার লেনদেন হবে আশা করছি।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো। পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে বাঘাইছড়ি উপজেলার বৃহৎ এই পশুর হাট।

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, প্রতিবছর কোরবানির মৌসুমে এখানে ৮ থেকে ১০ কোটি টাকার পশু কেনাবেচা হয়। নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় হাটের পরিবেশও চমৎকার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions