বান্দরবান;- বান্দরবানের লামা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। নিহতের নাম খোরশেদ আলম (২০)। আজ বুধবার সকালে পোনে আটটায় এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাপাড়া এলাকায় বাড়ির পাশের জমিতে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় ঝড়ো বাতাসে বৈদ্যুতিক তার ছিঁড়ে জমিতে পড়েছিল।
ছেঁড়া তারে বৈদ্যুতিক শক খেয়ে চিৎকার করলে তাকে ছাড়াতে এগিয়ে যান আরও কয়েকজন। এ ঘটনায় ৪ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী চট্টগ্রামের পদুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক খোরশেদ আলম’কে মৃত ঘোষণা করেন।
আহত অন্যরা হলেন- নুরুল আলম মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩), আব্দুর রহিম (৪৫) এবং আজগর আলীর ছেলে মিজানুর রহমান (৩২)।
নিহত প্রতিবন্ধীর বাবা নুরুল আলম বলেন, বাড়ির পাশ্ববর্তী জমিতে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল পুত্র খোরশেদ আলম। ঝড় বাতাসে ছেঁড়া বৈদ্যুতিক তারে শক খেয়ে তার পুত্রের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি এনামুল হক জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। আহত অন্য ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দূুর্ঘটনা ঘটে।