খাগড়াছড়ি:- ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খাগড়াছড়িতে প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। পাহাড় ধস ও গাছ পড়ে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে। রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (২১) নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন।
প্রবল বর্ষণে খাগড়াছড়ি শহরের মিলনপুর, সবজি বাজার, সবুজবাগ, মুসলিম পাড়া ও কমল-ছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। দুর্গত এলাকার লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
এদিকে সোমবার রাতে আলুটিলার খাসরাং-এর সামনে রাস্তার উপর বিদ্যুতের খুঁটিস ভেঙ্গে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিস কর্মী মো. রাসেল হোসেন নিহত ও অপর কর্মী জাহিদুল ইসলাম আহত হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকের হোসেন জানান, রাস্তার উপর পড়া গাছসহ বৈদ্যুতিক খুঁটি সরাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে মঙ্গলবার সকালে আলুটিলা এলাকায় সড়কের উপর পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে। খাগড়াছড়িতে রেমালের প্রভাবে পাহাড় ধসসহ ঝুঁকি এড়াতে সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।