রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও অর্থ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সেলিনা আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মচারী নিয়োগসহ যাবতীয় অবকাঠামোগত উন্নয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে ১৫ কোটি ৯০ লাখ বাজেট প্রণয়ন করা হলেও তা পরবর্তীতে সংশোধন করে ১২ কোটি ৯৯ লাখ টাকা ধার্য করা হয়। বৈঠকে অর্থ কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরে ২০ কোটি ৯০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বাজেট ঘোষণা করা হয়। পাশাপাশি এ সভায় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের নানা সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানান।
অর্থ কমিটির সদস্য সচিব মো. নুরুজ্জামান এর সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর ও অর্থ কমিটির সদস্য কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার ও সদস্য মোহাম্মদ ইউসুফ, ম্যানেজম্যান্ট বিভাগের ডিন ও সদস্য সূচনা আখতারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা সভায় অংশ নেন। এছাড়াও উক্ত বৈঠকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মতামত ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের বাজেট অধিশাখার যুগ্ম সচিব ও অর্থ কমিটির সদস্য মো. নুর-ই-আলম।