রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের একটি সেলুন দোকানে ভাঙচুর ও নর সুন্দরকে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ।
শনিবার (১১ মে) বেলা ১১টার দিকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন- আব্দুল শুক্কুর (৪০) ও আলমগীর (৪০)। তারা দুজন কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকার বাসিন্দা। হামলার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ মে) ওয়াগ্গার শীলছড়ি এলাকায় তরুণ চন্দ্র মজুমদারের দোকানে।
মামলা এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শীলছড়ি এলাকার সেলুন দোকানকার তরুণ চন্দ্র মজুমদারের দোকানে দুই আসামি ভাঙচুর চালায়। এসময় নর সুন্দর তরুণ মজুমদারকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
দোকানের টাকা লুট ও চুল কাটার মেশিন ছিনিয়ে নিয়ে যায় দুই আসামি। এ ঘটনার ভুক্তভোগী নর সুন্দর তরুণ মুজমদার বাদী হয়ে শুক্রবার (১০ মে) কাপ্তাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুই আসামিকে থানা পুলিশ শীলছড়ি থেকে গ্রেপ্তার করেছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ঘটনায় জড়িত দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।