কক্সবাজার:- কক্সবাজারের পেকুয়ায় হিট স্ট্রোকে মোঃ কালু (৫০) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে পেকুয়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
হিট স্ট্রোকে মৃত্যু বরণকারী দিন মজুর মোঃ কালু (৫০) একই এলাকার মৃত নাগু মিয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, দিন মজুর মোঃ কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের স্তুপের (খুইরগ্যা) কাজ করছিলেন। এসময় সে গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়, তাৎক্ষণিক স্থানীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজিবুর রহমান বলেন, “মৃত দিনমজুর কালুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তবে তার স্বজনদের বক্তব্য শুনে এটা হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।”
স্থানীয় প্রতিবেশী গিয়াসউদ্দিন জানান, সে সবসময় আমার বাড়িতে দিন মজুরের কাজ করে, আজ সকালে খড়ের স্তুপে (খুইরগ্যার) কাজ করার সময় গরমে মাথা ঘুরে পড়ে যায়, তাকে পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। সে সুস্থ মানুষ গরমের কারনে তার এই অবস্থা হয়েছে।
মৃত মোঃ কালু ৩ সন্তানের জনক সে দিন মজুরী করে সংসারের ব্যয় নির্বাহ করতেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।