শিরোনাম
হাজতখানায় পরিবার নিয়ে ২ আ. লীগ নেতার ‘বেয়াইখানা’ এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না: জামায়াত প্রার্থী খালিদুজ্জামান ঢাবির প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষক নিয়োগ পাচ্ছেন ছাত্রলীগ নেতার বোন! বিএনপির রাঙ্গামাটি আসনের প্রার্থী দীপেন দেওয়ান হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন বান্দরবানে আসনের জামায়াত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার খাগড়াছড়িতে মনোনয়ন প্রত্যাহার করলেন সোনা রতন চাকমাসহ ২ প্রার্থী রাঙ্গামাটিতে আগুনে পুড়ল ৫ বসতঘর রাঙ্গামাটি আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চানখারপুলে ৬ জনকে হত্যার রায় পেছানো হয়েছে, পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি

সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না: জামায়াত প্রার্থী খালিদুজ্জামান

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫ দেখা হয়েছে

সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না বলে হুঙ্কার দিয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামান।

সম্প্রতি তাকে একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা গেছে। নিজ নির্বাচনি এলাকায় কর্মীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

ভিডিওতে খালিদুজ্জামান বলেছেন, সারা বাংলাদেশে সব জামায়াত আর শিবির। ঢাকায় কোন সিট দেব না। ইনশাআল্লাহ। কোনো ভয় পাবে না, সব একেবারে সাইজ হয়ে যাবে।

কর্মী সমর্থকদের নির্দেশ দিয়ে তিনি বলেন, কালকে আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে। তোমরা কালকে সন্ধ্যার দিকে ওদিক থাকবা। আসরের নামাজ ওদিক পড়ো কালকে।

তিনি আরও বলেন, এবার ইলেকশন হবে ঈদের মতো। কে কী বলছে এটা নিয়ে ভয় পাওযার কিছু নাই। সব একেবারে সাইজ হয়ে যাবে।

এই সংসদ সদস্য পদপ্রার্থী আরও বলেন, শিবির ছাত্রসংসদ নির্বাচনে সব গণহারে জিততেছে। শাকসুতেও জিতে যাবে। সারা বাংলাদেশে সব জামায়াত আর শিবির। ঢাকায় কোনো সিট দেব না, ইনশাআল্লাহ।

এদিকে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে ডা. এসএম খালিদুজ্জামানকে শোকজ করেছে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

সোমবার (১৯ জানুয়ারি) সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ শোকজ করা হয়।

বিএমডিসির অভিযোগপত্রে বলা হয়েছে, আপনার (ডা. খালিদুজ্জামান) প্রচারপত্রে নামের পাশে MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India) ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন। এ বিষয়ে আপনার প্রচারপত্রের কপিসহ আবদুল কাদের (বাড়ি নম্বর ১৭, আজিমপুর রোড, আজিমপুর, লালবাগ, ঢাকা-১২০৫) কাউন্সিলকে অবহিত করেন (ফটোকপি সংযুক্ত)। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয়—এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে চিকিৎসকের প্রতারণার শামিল। এ ধরনের ডিগ্রি ব্যবহার স্পষ্টতই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

এ প্রসঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নম্বর আইন)-এর সংশ্লিষ্ট ধারা উদ্ধৃত করা হয়েছে—ধারা ১৩: মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমার স্বীকৃতি। (১) বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারী কোনো ব্যক্তি বাংলাদেশে উক্ত ডিগ্রি ব্যবহার করতে চাইলে তা এই আইনের অধীন কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে।

ধারা ২৯: জাল পদবি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ। (১) এই আইনের অধীন নিবন্ধিত কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনো নাম, পদবি, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করবেন না, যার ফলে তাঁর কোনো অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে বলে কেউ মনে করতে পারে, যদি না তা কোনো স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হয়ে থাকে।

বিএমডিসি খালিদুজ্জামানকে জানায়, এ অবস্থায় আপনার ডিগ্রি যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়, তা ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে এবং বিএমডিসি থেকে প্রাপ্ত নিবন্ধন নম্বর উল্লেখ করে পত্র প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে অবহিত করতে বলা হলো।

এ বিষয়ে ডা. খালিদুজ্জামান গণমাধ্যমকে বলেছিলেন, নোটিশ এখনো হাতে পাইনি। এই অভিযোগের কোনো সত্যতা নেই এবং রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্যই অভিযোগ আনা হয়েছে। আপনি যাচাই করে দেখতে পারেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions