
বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে সোয়া কোটি টাকা মূল্যের অবৈধভাবে আনা বার্মিজ গরু জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
রোববার (১৮ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন বাইশারী ইউনিয়নের মাল্টাবাগান এলাকা থেকে ৪৭টি বার্মিজ গরু জব্দ করা হয়। একই দিনে সীমান্তের আরেকটি পয়েন্ট থেকে আরও প্রায় দুই ডজন গরু উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি মানবিক দায়িত্বের অংশ হিসেবে স্থানীয় জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করছে ইউনিটটি।
এরই ধারাবাহিকতায় রোববার সোয়া কোটি টাকা মূল্যের এসব বার্মিজ গরু জব্দ করে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে বিজিবি।
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েসের সঙ্গে রাত সোয়া ৯টা পর্যন্ত একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।