
ডেস্ক রির্পোট:- পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল সাইট অফিস টোল প্লাজার পাশের কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি কমিটির আহ্বায়ক ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তোহিদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামসহ মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় অংশগ্রহণকারীরা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, সরকার গত সোমবার (১২ জানুয়ারি) এই কমিটি পুনর্গঠন করে। বর্তমানে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা এবং শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা।
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটি কমিটির দ্বিতীয় সভা। এর আগে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছিল গেলো বছরের ১৯ জুলাই রাঙামাটিতে।