শিরোনাম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবদুল গফুর সাময়িক বরখাস্ত রাঙ্গামাটি রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত গুমে জড়িত ছিল সেনাকাঠামোর প্রতিটি স্তর! হাদি হত্যার মূল পরিকল্পনাকারী লুকিয়ে আছেন কলকাতাতেই রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ, বিদেশে রয়েছে ৭টি ডিসেম্বরে সৌদিসহ যেসব দেশ থেকে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স সকালে এই ভুলগুলোর কারণে দ্রুত বুড়িয়ে যাচ্ছেন না তো?

জাতীয় সরকার নিয়ে জামায়াতের সঙ্গে তারেক রহমানের কথা হয়নি : বজলুর রশীদ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ দেখা হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এসে জাতীয় সরকার গঠনের বিষয়ে যে বক্তব্য জামায়াত দিয়েছে সে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। তিনি বলেন, তারেক রহমানকে আমরা বলেছি যে একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি, স্বাধীনতা বিরোধীরা যাতে বাংলাদেশের মধ্যে রাজনীতিতে সেইভাবে ইয়ে না করতে পারে এবং আমরা যেটা বলছিলাম যে জামায়াতে ইসলামী তারা এসে বললো যে জাতীয় সরকারের থাকবে।

উনি (তারেক রহমান) বললেন যে, আমাদের এই বিষয়ে কোন কথা হয়নি। বাইরে তারা এটা বলছেন। আমাদের সাথে এখানে এই বিষয় নিয়ে কোন কথা বলেনি। শুধু বলছে যে দেশের প্রশ্নে, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটুকু কথা হয়েছে। আমরা বলছি অবশ্যই, মত-পথের ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, স্বাধীনতা-সার্বভৌমত্ব এগুলোর প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার।

ভিন্ন ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে। কিন্তু এই প্রশ্নে এক থাকা দরকার। আমাদেরকেও সেটা উনি বলছেন যে মতভিন্নতা থাকবে সমালোচনা থাকবে। গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বজলুর রশিদ এসব কথা বলেন।

এর আগে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশঙ্খলা- অর্থনৈতিক অবস্থা, আসন্ন সংসদ, আসন্ন জাতীয় নির্বাচন প্রভতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও বাম দলগুলোর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিপিবির সভাপতিমন্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সহকারি সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদক মন্ডলীর সদস্য প্রফেসর আব্দুস সাত্তার ও বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা।

বৈঠকের পরে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, প্রধানত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার সন্তান হিসাবে এবং পরিবার বর্গকে সমবেদনা জানাইতে আমরা গিয়েছি। উনি (তারেক রহমান) দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন আসার পরে মাতৃবিয়োগ, শোকাহত পরিবার ও দল সেটাকে আমরা সহমর্মিতা সমবেদনা এগুলো জানাতে গিয়েছি। এর বাইরে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন ইত্যাদি বিষয়ে। এখানে এই যে মৌলবাদ, সাম্প্রদায়িক শক্তি তাদের যে আস্ফালন- এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, উনি (তারেক রহমান) বলছেন যে, আমি তো ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরেই বক্তব্যে যেটা বলছি যে, একাত্তরের মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশে এর অস্তিত্ব থাকে না, কাজেই সেটা ৯০ এর গণঅভ্যুত্থান এবং ২৪ এর গণঅভ্যুত্থানের যে আকাক্সক্ষা সেগুলোকে ধরেই আমাদেরকে অগ্রসর হতে হবে। উনি যেটা বলছেন, উনার কথা হচ্ছে, আমার একটা বিশ্বাস থাকবে, সংশয়বাদ থাকবে, তবে সবাইকে নিয়েই আমাদেরকে চলতে হবে। একটা উদার গণতান্ত্রিক কল্যাণমূলক যে রাষ্ট্র সেই রাষ্ট্রের পরিকল্পনা আমাদের আছে। আমরা সেইভাবেই কাজ করতে চাই এবং অতীত থেকে আমরা শিক্ষা নিতে চাই এবং জনগণ আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু। মানুষের যাতে সুবিধা হয়, সুযোগ-সুবিধাগুলো উপভোগ করতে পারে সেটা শুধু পরিকল্পনা না সেটা ইমপ্লিমেন্টেশনের দিকেও আমরা যেতে চাই।

বজলুর রশীদ আরো জানান, তারেক রহমান বলেন, আমাদের বিরোধী দল থাকবে অপোজিশন থাকবে। আপনাদের সাথে হয়তো অনেক বিষয় আমাদের মতপার্থক্য আছে, থাকবে, কিন্তু আবার দেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে সেগুলো আমরা নিশ্চয়ই বিনিময় করব। মাঝে মাঝে আপনাদের পরামর্শ থাকলে আমাদেরকে দিবেন, আমরা যেটা গ্রহণ করার সেটা আমরা গ্রহণ করব। এরকম বললেন যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে উঠুক।

তিনি বলেন, আমরা বলছি যে একটা পলিটিক্যাল কালচার এখানে গড়ে তোলা দরকার যে, রাজনৈতিক সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, ফিলোসফিকাল টলারেন্স যেটা গণতন্ত্রের একটা পূর্ব শর্ত এবং সেখানে একটা সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া সেগুলোর কথা আমরা বললাম।

বজলুর রশীদ বলেন, আমরা (গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট) বলছি যে, আমরা আজকে আপনাদের সাথে কথা বলতেছি এটা শোকের পরিবেশ কিন্তু সরকারে যদি আপনারা যান আমরাই হয়ত দেখবেন যে বেশি সমালোচনা করব আপনাদের। উনি বলেছেন যে হ্যাঁ অবশ্যই সমালোচনা তো থাকবেই। সমালোচনা না করলে তাহলে আর গণতন্ত্র হল কেমনে? সমালোচনাও থাকবে আবার আলোচনাও হবে। ভবিষ্যতে আরো কথা হবে, দেখা হবে, আলোচনা হবে, এটা যাতে অব্যাহত থাকে সবার সাথেই এই আলোচনাটা যাতে অব্যাহত থাকে, মতবিনিময় যাতে অব্যাহত থাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এর আগে মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা স্বাক্ষর করেন।

এদিন তারেক রহমানের সঙ্গে আরো সাক্ষাত করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে প্রতিনিধি দল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমদ খান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন। এর আগে তারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions