শিরোনাম
আন্দোলনের মুখে স্হগিত করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার,রাঙ্গামাটিতে ডাকা ৩৬ ঘন্টার হরতাল প্রত্যাহার হাসিনার ফাঁসির রায়ে আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষণ,বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে, দিল্লির কৌশলও তত বদলাচ্ছে পাকিস্তানের আকাশসীমা বন্ধে আর্থিক সংকটে এয়ার ইন্ডিয়া,চীনের আকাশসীমা ব্যবহার করতে সরকারের কাছে লবিং ফিরলো তত্ত্বাবধায়ক, কার্যকর চতুর্দশ সংসদ থেকে আজ সশস্ত্রবাহিনী দিবস নিয়োগ-বদলিতে অস্থির প্রশাসন খাগড়াছড়িতে ফার্মেসি থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত শেখ হাসিনার রায় নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি হাসিনা ও কামালের ফাঁসির রায়, মামুনের ৫ বছর কারাদণ্ড

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের চারজনসহ নিহত ৫

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৬০ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউপির ধলিরছড়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একই পরিবারে ৪ জন সিএনজি যাত্রী এবং চালকসহ মোট ৫ নি/হত হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি ট্রেন উক্ত ক্রসিং অতিক্রমকালে যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুছড়ে প্রায় দুই কিলোমিটার দূরে ছিটকে পড়ে। এতে সিএনজিতে থাকা যাত্রীদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। প্রথমে নিহতদের পরিচয় জানা না গেলেও পরে নিহতদের পিতা পাশ্ববর্তী ইউপি ভারুয়াখালী সাবেক পাড়ার জাফর সওদাগর জানান ,তার ২ মেয়ে আসমাউল হোছনা ও রেনোয়ারা এবং আসমার ২ শিশু সন্তান নি/হত হয়েছেন। অপরদিকে ঈদগাঁও মেহেরঘোনার সিএনজি চালক হাবিব উল্লাহ নি/হত হয়েছেন।
ঘটনার পরপরই ঘাতক ট্রেনটি পালিয়ে যায়।
এদিকে দুপুরে ঘটনার পরপরই চট্টগ্রাম দিক থেকে আসা কক্সবাজারমুখি সৈকত এক্সপ্রেস নামের ট্রেনটি বিক্ষুদ্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রেল লাইনে অবস্থান করে রেল চলাচল বন্ধ করে দিয়েছে। ইসলামাবাদ রেল স্টেশন মাস্টার মো. আব্দুল কাইউম জানান, ঢাকা গামী কক্সবাজার এক্সপ্রেস ৮১৩ ট্রেনটি সাড়ে বারোটার দিকে কক্সবাজার থেকে ছাড়ে। তবে দুর্ঘটনায় কতজন নিহত হয়েছে তিনি জানেন না। ভারুয়াখালী ইউপির নয় নং ইউপি সদস্য মো. ফজলুল হক ঘটনাস্থল থেকে জানান, নিহতদের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হওয়ায় এখনো পুরোপুরি পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।

স্থানীয়দের দাবি এই লেভেল ক্রসিংয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এ সড়ক দিয়ে যাতায়াতকারীদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা না নেয়ায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে।

ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions