শিরোনাম
রাঙ্গামাটিতে পুলিশী অভিযানে আ:লীগ নেতাসহ গ্রেফতার-৫ ডুবে যাওয়া পাতাল রেল জেগে উঠছে এই অঞ্চলের অর্থনীতি রাতারাতি বদলে যাবে : প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওষুধের বাজারে আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ ওবায়দুল কাদেরের দানবীয় ভাষা ভাইরাল,ভারতে থেকেই হুমকি পলাতক আওয়ামী লীগ নেতারা জমিজমা বিক্রি করে দিচ্ছেন,জমি বেচে টাকা পাচারের হিড়িক রাঙ্গামাটির রাজস্থলীতে বন্য হাতির উৎপাত, আতঙ্কে গ্রামবাসী লংগদুতে সাংবাদিক মুছার মৃত্যুর এক বছর পূর্তিতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত চট্টগ্রামের একটি গুদামে আবারও পাওয়া গেল কেএনএফের ১১ হাজার ইউনিফর্ম আনসার-ভিডিপি মহাপরিচালকের পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন ও ‘সুখী’ স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সম্প্রসারণ

কক্সবাজারে পর্যটককে যৌন হয়রানির অভিযোগ, ৫ যুবক আটক

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৮ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে ৫ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০), জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)। তাদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রাম জেলায়। ভুক্তভোগীর বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতের ঘুরতে বের হয়েছিলেন এক পর্যটক দম্পতি। হঠাৎ করেই ৫ যুবক তাদের ঘিরে ধরে এবং ইভটিজিং করার চেষ্টা করে। একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেয়ার চেষ্টা করলে তারা চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে ৫ জনকে আটক করে। ওই সময় তাদের সঙ্গে থাকা সাবিক (১৮) ও ওয়ালিদ (২৫) নামের ২ জন পালিয়ে যায়। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

মো. আপেল মাহমুদ বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছি। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। সৈকতে পর্যটকদের হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। আটককৃত আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions