রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা পরিষদের আলোচিত অকটরী বেতবুনিয়া ইজারা ডাক উঠেছে ২ কোটি ৩০ লক্ষাধিক টাকা। পার্বত্য জেলা পরিষদের আয়ের প্রধান উৎসসমূহ হচ্ছে অকটরী ২০২৫ -২০২৬ অর্থ বছরে ইজারা প্রদান করা হয়।
এই বছর সবচেয়ে বেশী দামে অকটরী ইজারা ডাক নিয়েছেন সুজিত চাকমা ২ কোটি ৩০ লক্ষাধিক টাকা। ২য় স্থানে রয়েছে রিফ চাকমা ২ কোটি ৬ লক্ষ টাকা অবশিষ্ট ২ টি দরপত্র ২ কোটি টাকার নীচে দরপত্র দাখিল করেছে বলে জেলা পরিষদ সুত্রে জানা গেছে।
গত অর্থ বছরে কেসি মং বেতবুনিয়া অকটরী ডাক উঠেছে ১ কোটি ২৭ লক্ষ ৭৫ হাজার টাকা। ১৮ মে ছিল দরপত্র ক্রয়ের শেষ দিন। ১৯ মে দুপুর সাড়ে ১২ ঘটিকায় দরপত্র দাখিলের শেষ সময়।
ই-জিপিতে অনলাইনে ও সরাসরি দরপত্র দাখিল সুযোগ থাকায় ৫০টির অধিক সিডিউল বিক্রি করা হলেও দরপত্রে জমা পড়েছে মাত্র ৪টি। এতে সরকারে রাজস্ব বৃদ্ধি পেয়েছে এবং সমাঝোতা করার সুযোগ ছিল না।
উল্লেখ্য , বিগত ১৭ বছরে জেলা পরিষদের বেতবুনিয়া অকটরী এত টাকা রাজস্ব আদায়ি হয়নি। সম্প্রতি উপজেলা অকটরী সরকারী ডাক উঠেছে ৮০ লক্ষ ৫০ হাজার টাকা,বেসরকারীভাবে দলীয় অফিসে ডাক উঠেছে ১ কোটি ৫৬ লক্ষাধিক টাকা ।
এতে সরকারের পিুল অংকের রাজস্ব আদায় করতে পারেনি। এসব নিয়ে প্রতিবেদক বিভিন্ন পত্রিকা নিউজ করা হয়। অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে পার্বত্য জেলা পরিষদগুলো টেন্ডারবানিজ্য এনজিওসহ বিভিন্ন ভুয়া সংগঠনের আড়ালে অদৃশ্য প্রকল্পের বরাদ্ধ ,নিয়োগ ও পোষ্টিং বানিজ্যর ফলে দলীয় প্রতিষ্ঠানে পরিণত ছিল।