কক্সবাজার:- কক্সবাজারের চকরিয়ায় অপহরণ হওয়া জিয়া উদ্দিন কাজল (৩৬) নামে এক ব্যবসায়ীকে ১৪ দিন পরে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) চকরিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বানিয়ারছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করেন।
জানা গেছে, গত ৬ এপ্রিল রাত ৮টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালীস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে অপহরণের শিকার হন ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজল। অপহৃত ব্যবসায়ী কাজল উপজেলার খুটাখালী ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের হেতালিয়া পাড়ার মৃত নুর হোসেনের ছেলে।
স্বামীকে অপহরণের ঘটনায় গত ৯ এপ্রিল চকরিয়া থানায় অপহৃত জিয়া উদ্দিন কাজলের স্ত্রী নুসরাত জাহান বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলার এজাহারে খুটাখালী ইউনিয়নের বাসিন্দা শিব্বির আহমদ (৫০), মো.সালাহ উদ্দিন (৩৬), মো.আলী প্র: আলী আহমদ (৪৫), মো. মিন্টু (৪০)সহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ভিকটিমের পরিবার সদস্যরা জানিয়েছেন, গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে ব্যবসায়ী কাজলকে খুটাখালী বাজার থেকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অস্ত্র মুখে জিম্মি করে ২টি অজ্ঞাত নাম্বারের মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় কাজলকে।
এই ঘটনায় কাজলের স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এর পরে পুলিশের ব্যাপক নজরদারি ও অভিযানের মুখে গতকাল রোববার সকালে কাজলকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে অপহরণকারীরা।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের আলোকে মামলা রুজু পরবর্তী অপহৃতকে উদ্ধারে অভিযানে নামে পুলিশের একটি টিম।
টানা ১৪ দিন পর পুলিশের অভিযানের মুখে গতকাল রোববার সকালে অপহৃত ব্যবসায়ীকে চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় ফেলে দিয়ে পালিয়েছে অপহরণকারীরা। পরে হাত-পা বাঁধা অবস্থায় বস্তার ভেতর থেকে অক্ষত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।