শিরোনাম

কক্সবাজারের মাতামুহুরী নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের চকরিয়ায় মুজিবুর রহমান (১৫) নামে এক টমটম চালক নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর মাতামুহুরী নদী থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে নৌ পুৃলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার সময় মাতামুহুরী নদীর বাগগুজারা পয়েন্ট থেকে টমটম চালকের লাশ উদ্ধার কর হয়।

টমটম চালক মুজিবুর রহমান চকরিয়া উপজেলা পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, টমটম চালক মুজিবুর রহমান প্রতিদিনের ন্যায় টমটম নিয়ে বের হয়। গত (৩ মার্চ) সোমবার রাত ১১টার দিকে তার মোবাইলে সংযোগ পাওয়া গেলেও রাত ১২টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সীমন্তবর্তী মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে ভাসমান অবস্থায় মুজিবুর রহমানের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে বদরখালী নৌ পুলিশ ঘটনাস্থল থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার করে।

বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির (পরিদর্শক) মো. নাজেম উদ্দিন জানান , টমটম ছিনতাই করতে টমটম চালককে হাত-পা ও মুখ বেঁধে নদীতে ফেলে টমটম নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। লাশের গলার নিচে দাগ রয়েছে।
লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ##

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions